বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

এক বছর পর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী

pm_72416_42023

 

গত ৫ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ধানমণ্ডির ৩ নম্বরে নিজ রাজনৈতিক কার্যালয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেল ৪টা ৩৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এর আগে তিনি ২০১৩ সালের ২৮ নভেম্বর নিজ রাজনৈতিক কার্যালয়ে যান। দলের সার্বিক বিষয়ে দেখবাল করার জন্য তিনি সেখানে গেছেন বলে জানা যায়।

কার্যালয়ে তার সঙ্গে উপস্থিত আছেন- দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।

এদিকে, শেখ হাসিনা আসা উপলক্ষে পুরো কার্যালয়কে ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আগে থেকেই। নেত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ভিড়ও ছিল অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি।