বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আগামীকাল ভিডিও কনফারেন্সে মীরসরাইয়ে বেপাজা অঞ্চলের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

এশিয়া মহাদেশের অন্যতম বানিজ্যিক জোন হিসেবে সম্ভাবনার ডানা মেলেছে মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল। রামগড় সীমান্ত হয়ে ভারতের সাথে চট্টগ্রামের নতুন কানেকটিভিটি, একই সংযোগ দিয়ে চীন, ভূটান ও নেপালের সাথে স্থল কানেকটিভির নতুন দীগন্ত। অপার সম্ভাবনার এই পর্যায়ে মিরসরাইতেই গড়ে উঠছে দেশের বৃহত্তম পরিকল্পিত আধুনিক শিল্প শহর, যা ইতেমধ্যে আকর্ষণীয় বিনিয়োগের কেন্দ্রে পরিণত হয়েছে। উক্ত অর্থনৈতিক অঞ্চলে গতকাল বুধবার ( ২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বেপজা’র ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের সর্ববৃহৎ মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে আজ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা হিসেবে ‘বেপজা ইনভেষ্টর সামিট ২০১৮’ অনুষ্টিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল ১০.৩৭ মিনিটে বেপজা চেয়ারম্যান এর স্বাগত বক্তব্য। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান এর বক্তব্য, ১১.০৫ এ প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এর বক্তব্য, ১১.১০ এ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর বক্তব্য, ১১.১৫ এ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর বক্তব্য, ১১.২০ এ প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তি প্রস্থর এর ফলক উম্মোচন, ১১.৩০ এ প্রধানমন্ত্রীর ভাষণ। উক্ত ভিডিও কনফারেন্সকালে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন প্রান্তে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম জেলা ও স্থানীয় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবগ। এছাড়া শতাধিক বিনিয়োগকারী প্রতিষ্টান সমূহ ও উপস্থিত থাকার কথা রয়েছে।