নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে মদ খেয়ে মাতাল হয়ে ওসিকে গালাগালি করছিল এক মাদকাশক্ত। অবশেষে পুলিশ এসে তাকে আটক করে হাসপাতালে পরীক্ষা করিয়ে বৃহস্প্রতিবার ( ২৩ ফেব্রুয়ারী)পাঠায় জেল হাজতে।
মীরসরাই থানা সূত্রে জানা গেছে হাদিফকিরহাট বাজারে বুধবার ( ২২ ফেব্রুয়ারী) রাত ৯টা থেকে গভর রাত পর্যন্ত স্থানীয় মাছ বিক্রেতা নুরুল আনোয়ার মিলন ( ৫৮), পিতা: গোলাম রব্বানী, সাং- মধ্যম ওয়াহেদপুর চোলাই মদ ও গাঁজা খেয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন এবং বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দদের নাম ধরে বেঘোরে গালাগাল করছিল। একপর্যায়ে বাজারের ব্যবসায়ী ও সচেতন ব্যক্তিরা অতিষ্ট হয়ে মীরসরাই থানায় খবর পাঠালে পুলিশের এসআই মহিউদ্দিন গিয়ে মাতাল অবস্থায় উক্ত মিলনকে আটক করে । এই বিষয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উক্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা শেষে বৃহস্প্রতিবার ( ২৩ ফেব্রুয়ারী) জেল হাজতে পাঠানো হয়েছে। আবার হাদিফকিরহাট বাজার কমিটির সাধারন সম্পাদক মো: সেলিম বলেন মাদকাসক্ত সেলিম ওসি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে বুধবার রাতে দীর্ঘক্ষন প্রকাশ্যে গালাগালি করছিল। এই বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত চিকিৎসক ডা: ঈসমাইল বলে ওয়াহেদপুরের উক্ত ব্যক্তির পেট পরিস্কারকালে অনেক চোলাইমদ পাওয়া গেছে।