Thursday, January 16Welcome khabarica24 Online

মীরসরাই পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি

মীরসরাই পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগষ্ট) সকালে পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচর্য ডাঃ অধ্যাপক মোঃ ইসমাইল খান।

পৌর কাউন্সিলর মোঃ নুর উন নবীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য খোরশেদ আলম আজাদ, নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শহীদুন্নবী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, ভিক্টরী কম্পিউটারের সত্ত্বাধিকারী মোঃ মামুন প্রমুখ। এসময় পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ নেতাকর্মী সহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট শাহাদাৎ বরণ করা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মর মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।