Saturday, January 25Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ভলবো বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত : বিক্ষুব্ধ ছাত্রদের গাড়ী ভাংচুর

খবরিকা ২৪ ডেক্স : চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী ভলবো বাসের ধাক্কায় মোঃ রিয়াজ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়তাকিয়া বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। আবার উত্তেজিত ছাত্ররা দুপুর ১২টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বাজারে কিছু সিএনজি ভাংচুর করে।
নিহত রিয়াজ মিরসরাই পৌরসদরস্থ নাজির পাড়ার মোহাম্মদ রিদওয়ানের পুত্র এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র।
সূত্রে জানা গেছে, রিয়াজ প্রতিদিনের মতো বাইসাইকেলযোগে সকাল সাড়ে ৮টার দিকে কলেজে যাচ্ছিল। ঐ সময় হঠাৎ চট্টগ্রামগামী গ্রীন লাইন ভলবো স্কেনিয়া বাস (ঢাকা মেট্রো-ব-১৪২৪৮১) তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করে। ঘাতক বাসটিকে আটক করে মিরসরাই থানায় রাখা হয়েছে। এদিকে দুপুর ১২টায় অতর্কিত কিছু ছাত্র উত্তেজিত হয়ে মিরসরাই বাজারে কয়েকটি সিএনজি এলোপাথাড়ী ভাংচুর চালায়। উত্তেজনার এক পর্যায়ে মীরসরাই থানা পুলিশের হস্তেেপ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। kh on

Leave a Reply