নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যোর উধর্বগতি আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ( ৮ এপ্রিল) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন মীরসরাই পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈনুদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক রফিক মেম্বার, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইরফান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছেনা। সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন নেতারা।