মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশনের ইফতার বিতরণ


নিজস্ব প্রতিবেদক :: পবিত্র রমজান উপলক্ষে মীরসরাই উপজেলার ৫০টি দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ইসলামি সামাজিক সংগঠন “বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশন”।
শুক্রবার (০৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির তত্বাবধান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া ফারহান। এই বছর সংগঠনের উপকারভোগী হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ টি পরিবারকে তালিকাভূক্ত করা হয়। পবিত্র মাহে রমজানের অসহায় রোজাদারদের কষ্ট কিছুটা লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এইসব বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক নবাব শরীফ, দপ্তর সম্পাদক জামশেদ আলম, সদস্য মেহেদী হাসানসহ প্রমূখ ।
সেবামূলক কাজের ধারাবাহিকতায় বন্ধু মহল ইসলামি ফাউন্ডেশন এই কার্যক্রমটি পরিচালনা করেন। ইফতার সামগ্রী বিতরণে অংশগ্রহণ ও কর্মসূচির বাস্তবায়ন করায় সংগঠনের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি শাহানুর আলী রুবেল।