Saturday, December 14Welcome khabarica24 Online

মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

খবরিকা প্রতিনিধি ঃ চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গতকাল বুধবার ১৮ জুলাই মীরসরাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সাংবাদিক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক মৎস্যসম্পদ চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
উক্ত মতবিনিময় কালে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের গৃহীত কর্মসূচি বর্ণনা করেন। একই সঙ্গে এসব কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।