রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক


নিজস্ব প্রতিনিধি :: মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে মীরসরাই পৌরসভা কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক লিয়াকত আলী। শুক্রবার ( ২২ মার্চ) সকাল ৯টায় মীরসরাই সদরস্থ এস রহমান স্কুল মিলনায়তনে উক্ত ক্লাব পরিদর্শন অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি লিয়াকত আলী তাঁর বক্তব্যে বলেন অফুরন্ত সম্ভাবনায় ভরপুর কিশোর কিশোরীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম নৈতিক শিক্ষা, আত্মরক্ষা ও শৃংখলা শিক্ষা প্রদানের লক্ষে বর্তমান সরকার উক্ত প্রকল্প শুরু করেছে। তিনি সকল কিশোর কিশোরীদের আগামীদিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিল্প সংস্কৃতি সমৃদ্ধ বিকাশের প্রত্যাশা রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের চট্টগ্রামের সুপারভাইজার উত্তম কুমার গাইন, এস রহমান কেন্দ্রের আবৃত্তি শিক্ষক মাহবুব পলাশ, গানের শিক্ষক নীপা মজুমদার, বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন পারভেছ, হুমায়ুন কবির, সুরজিত পাল, রতন কুমার দাস প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত কেন্দ্র পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক উপজেলার চিনকি আস্তানা প্রাথমিক বিদ্যালয়, কিছমত জাফরাবাদ বিদ্যালয় ও জোরারগঞ্জ বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব ও ভিজিট করেন।