শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বড়তাকিয়া “সমমনা সংঘ” এর ২০২৩-২৪ এর কার্যকরী কমিটি গঠিত


নিজস্ব প্রতিবেদক:: ০৪ আগস্ট রোজ রবিবার বড়তাকিয়াস্থ সমমনা সংঘের কার্যালয়ে সংগঠনের সর্বোচ্চ পরিষদের মহাসচিব জনাব এস. এম. সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সর্বোচ্চ পরিষদের সদস্য জনাব গোল মোহাম্মদ, সর্বোচ্চ পরিষদের সদস্য ও সাবেক সভাপতি জনাব মাহফুজুল আলম মাফুজ, সর্বোচ্চ পরিষদের সদস্য নুরুল ইসলাম ইরান, সদস্য এম এস হোসাইন সবুজ, আজীবন সদস্য মীর সাইফুদ্দিন শাহীন, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসন বাবুল, সাইমুন, হারুন, মুরাদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মীরসরাই উপজেলার সভাপতি লিও মহসিন সহ প্রমুখ।
দীর্ঘ আলোচনার পর আগামী এক বছরের জন্য সোহরাব হোসেন টুটুলকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেন কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।