Saturday, December 14Welcome khabarica24 Online

বিটিভিতে সাংবাদিক শাহাদাত চৌধুরীর বিশ্ব হাত ধোয়া দিবসের নাটক ‘পরিষ্কার হাত সুস্থ্য জীবন’ :: অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি :: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘পরিষ্কার হাত সুস্থ্য জীবন’ আগামী ১৫ অক্টোবর সোমবার বিকাল ৫.২০ টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে পরিবেশিত হবে। মীরসরাই প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী রচনায় সেলিম নাশিনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাটকটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামশেদ আলম।
নাটকটিতে অভিনয় করেছে মুমতাহিনা তাসনিম অর্পি, সুরাহা, শারমিন আক্তার, আনিকা আহমেদ, সামিহা বিনতে শামিম, জান্নাতুল ফেরদৌস, আইরিন রিপা, সাব্বির হোসেন,রাকিব হাসান ও সিগবাতুল্লা মুনির।
নাটকটির রচয়িতা শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্ষুদে ডাক্তার দলের সদস্যরা হাইজিন ও স্যানিটেশন নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করে। ক্ষুদে ডাক্তারদের সেই কার্যক্রম নিয়ে নির্মিত হয়েছে জনসচেতনতা মুলক নাটক ‘ পরিষ্কার হাত সুস্থ্য জীবন’।
সাংবাদিক শাহাদাত চৌধুরীর রচনায় প্রথম নাটক বিটিভিতে পরিবেশিত হওয়া উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মীরসরাই প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাক্ষিক খবরিকা ও মাসিক চলমান মিরসরাই পত্রিকার সম্পাদনা বিভাগ।