Sunday, January 19Welcome khabarica24 Online

পাক্ষিক খবরিকা বার্তা সম্পাদক ইমামের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক ইনকিলাব পত্রিকার মীরসরাই প্রতিনিধি,মীরসরাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং উত্তর চট্টলার জনপ্রিয় পত্রিকা পাক্ষিক খবরিকা পত্রিকার বার্তা সম্পাদক ইমাম হোসেনের জন্মদিন উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে খবরিকা কার্যালয়ে খবরিকার সহকর্মীরা কেক কেটে, ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর জন্মদিন উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন মীরসরাই প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও আজাদী প্রতিনিধি এবং পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, দৈনিক সংবাদ প্রতিনিধি ও খবরিকা উপদেষ্টা -সম্পাদক রণজিত ধর, দৈনিক মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সাইফুল্লাহ,দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাহাব উদ্দিন, খবরিকার সহ সম্পাদক রিপন গোপ পিন্টু, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ারুল ইসলাম রনি, নিউজলিংক ৭১ রিপোর্টার দিদারুল আলম, বড়তাকিয়া নিউজ২৪ এর সম্পাদক জাবেদ হোসাইন, খবরিকার নিজস্ব প্রতিবেদক কামরুল ইসলাম, রাকিব, নুর সালাম সহ প্রমুখ।