খবরিকা রিপোর্ট : বিশ্ব ব্যাপি চলমান মহামারির প্রাদুর্ভাবের দরুন পাক্ষিক খবরিকার আসন্ন ঈদুল ফিতর সংখ্যা প্রকাশিত হবে না। তবে বিভিন্ন পন্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও গন্যমান্য, সুধী মহলের ঈদ শুভেচ্ছা অনলাইনে প্রকাশিত হবে। সবাই সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকাই বাঞ্চনীয় এই মুহুর্তে তাই বিশ্বব্যাপী করোনার আগ্রাসনকে আমরা ঘরে বসে ও একে অপরের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে মোকাবেলা করবো।
– মাহবুব পলাশ, সম্পাদক : পাক্ষিক খবরিকা ও খবরিকা টুয়েন্টি ফোর।