শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নবাগত ওসির সাথে মীরসরাই প্রেস ক্লাব সভাপতির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই থানার নবাগত ওসি মজিবুর রহমান পিপিএম এর সাথে শুক্রবার ( ২৭ মার্চ) শুভেচ্ছা বিনিময় করেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ। করোনা ভাইরাসের দরুন সৃষ্ট পরিস্থিতির জন্য মীরসরাই প্রেস ক্লাবের সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে শুধুমাত্র সভাপতি ওসির সাথে উক্ত শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনের সকল সংবাদকর্মীগনের পক্ষ থেকে শুভেচ্ছা পৌছে দেয়া হয় তাঁকে।

দেশের স্বাভাবিক সুস্থ পরিবেশ ফিরে আসার পর সংগঠনের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান ওসি মজিবুর রহমান । এসময় তিনি আরো বলেন এলাকায় শান্তি শৃংখলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে আমি সবসময় আপোষহীন । শুধু তাই নয় মীরসরাই থানা এলাকার আইনশৃংখলা রক্ষায় আমার ও সমালোচনা করা যাবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।