কামরুল ইসলাম : মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং ৯নং ওয়ার্ড এর প্রায় তিন শতাধিক গরীব, অসহায়, দিনমজুর পরিবারের মধ্যে নাহার এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে মানবিক খাবার বিতরন করা হয়। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পশ্চিম অলিনগর এবং নলখো ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন । ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, দুধ এবং ডিম । এসময় উপস্থিত ছিলেন নাহার এগ্রো লিমিটেড এর এ.জি.এম আলাউদ্দিন চৌধুরী , করেরহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সফি আহাম্মদ।
ইউপি সদস্য সফি আহাম্মদ বলেন, নাহার এগ্রো লিমিটেড সবসময় সুখে দুখে এলাকার মানুষের পাশে থাকে । করোনার মত এমন ভয়াবহ মহামারির থাবা থেকে বাঁচতে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। নাহার এগ্রো লিমিটেড এর এজিএম আলাউদ্দিন চৌধুরী বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের পাশে থাকতে । তিনি আরো জানান পর্যায়ক্রমে মীরসরাই এর আরো অন্যান্য জায়গায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।