নিজস্ব সংবাদদাতা ॥ মীরসারাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ইমনের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন মীরসরাই উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম। উপজেলা ফোরামের সভাপতি ও চট্টগ্রাম জেলা ফোরামের সাধারণ সম্পাদক জাহেদ হোসেনে নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল আজ বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, অর্থ-সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, ফোরামের উপদেষ্টা দেলোয়ার হোসেন লিটন, উদ্যোক্তা হোসনেরজ্জামান জনি, শহিদুল ইসলাম পরাগ, জুয়েল শীল, আলী নেওয়াজ ও জাহেদ রাসেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন ও উদ্যোক্তাদের কথা শুনেন। তিনি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের অবদান তুলে ধরেন এবং সব সময় উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে উদ্যোক্তা ফোরামের পক্ষথেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।