নাছির উদ্দিন ঃ চলতি টি-২০ বিশ্বকাপ খেলাকে কেন্দ্রকরে দেশব্যাপি ক্রিকেট প্রেমিদের উৎসাহিত, উজ্জিবীত করতে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ছাত্র ছাত্রীদের পরিচালনা ও পরিবেশনায় চট্টগ্রামের মিরসরাইয়ের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় আজ ২০ মার্চ দুপুর ১২টার সময় এক আনন্দগন পরিবেশে এই ফাশমুভটির আয়োজন করেন, চট্টগ্রামের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রীরা। দলীয় নেতা সয়ন কুমার ধর’এর নের্তৃত্বে হঠাৎ প্রায় এক ধরনের অগোছালো পরিবেশে সড়কে চলাচল রত গাড়ীগুলোকে থামিয়ে দিয়ে দলীয় সংগিদের নিয়ে নেমে পড়েন রাস্তায়, মিউজিক বাজিয়ে সবাই সারিবদ্বভাবে দাড়িয়ে মিউজিকের তালে তালে শুরু করলেন নৃত্য। এসময় উপস্থিত বাজারের লোকজন তাদের ঘিরে ধরে। তারাও তাদের সাথে আনন্দে মেতে ওঠে। এক ধরনের খোলামেলা পরিবেশে এই নৃত্যগুলো অনুষ্ঠিত হয়। এসময় বারইয়ারহাট পৌরসভার মেয়র এস এম তাহের ভুঁইয়া উপস্থিত হয়ে তিনিও তাদের সাথে একাতœতা প্রকাশ করেন এবং নৃত্যে অংশ গ্রহন করেন। এ বিষয়ে জানতে চাইলে দলীয় নেতা সয়ন কুমার ধর জানান, আমাদের টেক্সটাইল কলেজের প্রায় ২০০ সহপাঠির উদ্যোগে আমরা এই আয়োজনটি করেছি। এটা মুলত চলতি টি ২০ বিশ্বকাপ খেলাকে কেন্দ্রকরে ক্রিকেট প্রেমিদের উৎসাহিত করার জন্য। এসময় শত শত দর্শক দাড়িয়ে থেকে তাদের এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে এবং তাদের সাথে আনন্দ করেছে।