মান্না মনির ঃ উত্তর চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা পাক্ষিক খবরিকা ১৬বছর পুর্তি অনুষ্ঠানের দুবাই প্রবাসী কবি মোহাম্মদ মুছা সাহিত্যে অবদানের জন্য ‘খবরিকা এ্যাওয়ার্ড ২০১৫’ লাভ করায় দুবাইতে এক ফুলেল সংবর্ধনা জানান যুগান্তর খবরিকা ও স্বজন ইউনিট।
গত ২৪এপ্রিল শুক্রবার বিকাল ২টায় লুলু ফ্যাশন হলে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন হাবিব একচেজ্ঞ কোং এল.এল.সি ব্যাংক এর ম্যানেজার মোহাম্মদ আহমাদুল হক। সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না সভাপতিত্বে মোহাম্মদ হায়দার আলির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লুলু ফ্যাশনের চেয়ারম্যান সমাজ সেবক মোহাম্মদ সাইফুল আলম (সাইফ)।বিশেষ অতিথী ছিলেন এয়ার এ্যাবিয়ান কর্মকতা মোহাম্মদ খালেদ।
আরো উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ হোসেন। ব্যাবসায়ি মামুন কবি ফাহাদ করিম চৌ:শিপন, হাসান, শাকিল, নুরুল গণি, মুহিন, আলি, আব্দুল রহমান, আরিফ,খোশেদ, নাজমুল ও দুবাই প্রবাসী প্রমুখ স্বজনগন।