প্রেস বিজ্ঞপ্তি :: কবি, লেখক, সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ মনির উদ্দিন মান্না । ডাক নাম কবিতার মান্না। জন্ম ১৯৯০ সালে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায়। শৈশব ও কৈশোর কাটে চট্টগ্রাম শহরে। বর্তমানে কবি সংযুক্ত আরব আমিরাতে স্বপরিবারে বসবাস করছেন। তার স্ত্রীর নাম ফেরদৌস আরা চৌধুরী এবং এক পুএ সন্তানের নাম ইউজারসিফ। দেশের ও বিদেশে আনাচে-কানাচে ঘুরে বেড়ান প্রকৃতির অমোঘ টানে। তাকে এক নামে চেনে সবাই। তিনি হলেন- কবি, সাংবাদিক, লেখক, গল্পকার, সাদামনের মানুষ মোহাম্মদ মনির উদ্দিন মান্না ।
কবি সেই ব্যক্তি বা সাহিত্যিক যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং কবিতা রচনা করেন। একজন কবি তাঁর রচিত ও সৃষ্ট মৌলিক কবিতাকে লিখিত বা অলিখিত উভয়ভাবেই প্রকাশ করতে পারেন। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতা রচিত হয়। কবিতায় সাধারণত বহুবিধ অর্থ বা ভাবপ্রকাশ ঘটানোর পাশাপাশি বিভিন্ন ধারায় বিভাজন ঘটানো হয়। কার্যত যিনি কবিতা লিখেন, তিনিই কবি। কবি কবিতার শরীরে রয়েছে বর্তমান সমাজের আলো ও কালো দুই দিকেরই সমান প্রতিফলন, তিনি তার চোখ দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেছেন। প্রকৃতিবিষয়ক তার কর্মপরিধি দিয়ে আমাদের সচেতন হতে শেখায়। প্রকৃতিকে ভালোবাসতে শেখায় কবি। মোহাম্মদ মনির উদ্দিন মান্না । অঙ্গিকার বদ্ধ সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা কে প্রবাসের মাটিতে আর ও বেগবান সৃজনশীল অনবদ্য ছাপ রেখে যাচ্ছে প্রজন্মের জন্য অনুকরণীয় এমন কিছু কবিতা যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হবে।
সম্প্রতি জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার অমর একুশে বই মেলার প্রথম দিন থেকে আলপনা প্রকাশ সহ বিভিন্ন স্টলে “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি মানবতার কবি শ্রদ্ধেয় ফখরুল ইসলাম খান সি. আই. পি” (প্রথম খন্ড) বইটির পাওয়া যাবে। অনলাইনেও রকমারি ডট কম থেকে পাওয়া যাবে। আপনাদের ভালোবাসা বইটি পাঠকপ্রিয়তা পাবে। বইটি পাবেন ঢাকা-চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রতিটি জেলার বইমেলায় । এবং প্রয়াত কবি বেলাল স্মরণে শেষ বিদায় , বিজয় থেকে বিজয়ে, তোমাকে হারিয়েছি কেন, হৃদয়ে বাংলাদেশ, লাল সবুজের পতাকা ও দেশ- বিদেশে পাওয়া যাচ্ছে।