রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

একশ পরিবারকে ইফতার সামগ্রী দিল ‘সেক্টর-১১’

নিজস্ব প্রতিনিধি :
বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় একশটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২১ এপ্রিল উপজেলার কাটাছড়া ও মিঠানালা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কাজ সম্পন্ন করে সেক্টর-১১ এর সদস্যরা। নিজেদের সঞ্চিত অর্থ থেকে তারা এই সহায়তা প্রদান করে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে ঘরবন্দি ও লকডাউনে কর্মহারা মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে সেক্টর-১১। প্রথম ধাপে প্রায় একশটি পরিবারের মাঝে তারা ইফতার সামগ্রী হিসেবে ছোলা, আলু, পেঁয়াজ, চিঁড়া, সয়াবিন তেল, চিনি ও সাবান প্রদান করেছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবে।