শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায় মীরসরাইয়ে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে স্বীকৃতি লাভ করায় মীরসরাইয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকতা গোলাম রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ রফিক উদ্দিন, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ নুরুল আবছার, উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সদস্য মহিউদ্দিন রাশেদ, সদস্য নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌরমেয়র গিয়াস উদ্দিন প্রমুখ।
উক্ত আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন, মীরসরাই মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আন্তঃ মাদ্রাসা শিক্ষক ফেডারেশন, মীরসরাই লতিফীয়া মাদ্রাসা, আযহারুল হক উচ্চ বিদ্যালয়, জে,বি, উচ্চ বিদ্যালয়, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মীরসরাই পূজা উদ্যাপন পরিষদ, মীরসরাই ইসলামিক ফাউন্ডেশন, মীরসরাই বৌদ্ধ পরিষদ, মীরসরাই গার্লস গাইড, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা আনসার বিডিপি, মীরসরাই ডিজিটাল সেন্টার উদ্যোক্তাসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ হাজারো সাধারণ মানুষ।শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ হাজারো সাধারণ মানুষ।