শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শারদীয় দুর্গোৎসবে সেরা পূজা গুনীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন


মীরসরাই উপজেলায় অনলাইন ভিত্তিক পরিবর্তন টীম-এর আয়োজনে শারদীয় দুর্গোৎসবে সেরা পূজা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান-২০১৯ গত শুক্রবার (১ নভেম্বর) মীরসরাই শ্রীশ্রী জগদ্বিশ^রী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে বিকাল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভসূচিত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ থাকার এ আহ্বান জানান। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে ধর্মীয় নৈতিক শিক্ষা করতে হবে। সম্মাননা প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুজন দাশ বাপ্পির সভাপতিত্বে এবং সদস্য সচিব অমিতাভ দাশ ও যুগ্ম-আহ্বায়ক মিঠুন শর্মার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী, বিশেষ হিসেবে চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, নির্বাহী সদস্য সুদর্শন রায়, মীরসরাই উপজেলা পূজা পরিষদের সভপতি সুভাষ সরকার, সহ-সভাপতি জহরলাল নাথ অভি, সাধারণ সম্পাদক সজল শীল, পরিবর্তন টিমের যুগ্ম-আহ্বায়ক সুমন নাথ, সদস্য রাহুল দাশ, জুয়েল দাশ, ছোটন মজুমদার, রাজীব পাল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মীরসরাই উপজেলার ৫জন বিশিষ্ট ব্যক্তি সৃজনশীল সংগঠন হিসেবে নারায়ণ সরকার, শিক্ষাবিদ হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. বেনু কুমার দে, জনহিতৈষী হিসেবে স্বপন চৌধুরী, সেরা সংগঠক হিসেবে উত্তম কুমার শর্মা ও সেরা সমাজকর্মী হিসেবে মানিক রতন শর্মাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মীরসরাই উপজেলায় শারদীয় দুর্গোসবে ৮৬টি পূজা মন্ডপের মধ্য থেকে ১০টি সেরা পূজা মন্ডপ/প্রতিষ্ঠান যথাক্রমে- পাতাকোট সাবর্জনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (১ম), মসজিদিয়া সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (২য়), মিঠাছড়া রাধামণি রাধাচান দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (৩য়), আবুতোরাব জগন্নাথ ধাম সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (৪র্থ), পশ্চিম মলিয়াইশ মাতৃমন্দির দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (৫ম), উত্তর জর্নাদ্দনপুর সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (৬ষ্ঠ), মীরসরাই শ্রীশ্রী জগদ্বিশ^রী কেন্দ্রীয় কালী মন্দির (৭ম), জাফরাবাদ গীতা গোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (৮ম), রামলোচন মহাজন বাড়ী দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (৯ম) ও মধ্য তালবাড়িয়া রক্ষা কালী মন্দির (দেবোত্ত্বর সম্পত্তি) সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ (১০ম) স্থান অধিকারী পূজা মন্ডপ/প্রতিষ্ঠানকে সেরা পূজা সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি