শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে আইকন-১৭’র মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ex-1

নিজস্ব প্রতিনিধিঃ  শুধু শিক্ষিত নয়, সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হবো আমরা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিগত চার বছর ধরে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে দি রয়েলস্ ক্লাব। যা একটি আর্থসামাজিক, সেবা ও শিক্ষামূলক সংগঠন।  ক্লাবটি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো “সৃজনশীল আইকনের এর খোঁজে” মেধা যাচায় পরীক্ষাটি। আজ ২৬ মে মীরসরাই উপজেলার ৩টি কেন্দ্রেই ৪৭৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী একই সময়ে উক্ত পরীক্ষা অংশগ্রহন করেন। কেন্দ্রগুলো হলো, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বারোইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাবাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসা। পরীক্ষাটি ১ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসের উপর সৃজনশীল ভিত্তিক নৈর্বত্তিক প্রশ্নের উপর ভিত্তি করে নেওয়া হয়। সুন্দর ও সু-শৃঙ্খল পরীক্ষার কেন্দ্রে প্রচুর শিক্ষার্থীর সমাগম ও তাদের খোশমেজাজ পরিলক্ষিত হয়।

ex-2 পরীক্ষার সার্বিক অবস্থা পরিদর্শন করেন, পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু ছালেক, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার হোসাইন সবুজ, মলিয়াশ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা শহিদুল ইসলাম, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিচালনা পরিষদ সমিতি যুগ্ন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ভুঁইয়া, দুর্বাব প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিন, মীরসরাই জোনের পরিচালক মনিরুল ইসলাম,সহ পরিচালক জাহিদুল ইসলাম, মীরসরাই প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম.ইমাম হোসেন, পাক্ষিক খবরিকা সহ-বার্তা সম্পাদক সানোয়ার রনি, প্রমুখ। অংশগ্রহনকারী সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্রিষ্ট সকলকে প্রধান নির্বাহী ওয়াসিম আহমেদ অভিনন্দন ও শুভেচ্ছ জানান ।