শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই থানায় কমিউনিটি পুলিশিং দিবস উৎযাপিত

নিজস্ব প্রতিনিধি ঃ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মীরসরাই থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মীরসরাই থানা থেকে র‌্যালী শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। থানা প্রাঙ্গণে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন মীরসরাই সার্কেল অফিসার শামসুদ্দিন, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, মীররসাই থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির, মীরসরাই থানার সেকেন্ড অফিসার (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ সহ থানা বিভিন্ন কর্মকর্তা বৃন্দ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। যেকোনো অপরাধ দমনে জনগনকে পুলিশকে সহযোগীতা করতে আহবান জানান। জনতা পুলিশকে বন্ধু ভেবে বিভিন্ন সময়ে পুলিশের শরনাপন্ন হচ্ছে। এতে করে পুলিশ জনতার আরো বেশি কাছাকাছি যেতে পাচ্ছে বলেও মন্তব্য করেছেন বক্তারা।