শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ২০ দিন ব্যাপী স্বাধীনতা মেলা শুরু

mela

মীরসরাইয়ে ২০দিন ব্যাপী স্বাধীনতা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১লা মার্চ) ২০১৬ বিকাল ৫টায় মীরসরাই স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়াম্যান খুরশেদ আলম আজাদ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেলার চেয়ারম্যান শেখ আতাউর রহমান। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই পৌরসভার সাবেক মেয়ার এম. শাহজাহান, মীরসরাই পৌরসভার নব নির্বাচিত মেয়র এম. গিয়াস উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়াম্যার ইয়াসমীন শাহীন কাকলী, চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক প্রচার সম্পাদক সিরাজ উদ দৌলা, সাবেক ভি.পি জাহেদ আহম্মদ, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের ধর্ম বিষক সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, মীরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর জ্জামান রিপাত প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব পলাশ, রিপোর্টাস ইউনিটির সভাপতি সাহাদাৎ হোসেন চৌধুরী

pholas vi
স্বাধীনতা মেলায় উদ্বোধন অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন বিশিষ্ট সাংবাদিক ও কবি মাহবুব পলাশ।
এই সময় উপস্থিত ছিলেন, মেলা সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম সহ আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ।