শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সিকেপি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলায় ছাত্র কল্যাণ পরিষদে এর সার্বিক ব্যবস্থাপনায় সি কে পি স্কলারশিপ পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সি কে পি স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ৪টি কেন্দ্রে প্রথম থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। মীরসরাইয়ের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, সীতাকুন্ডের টেরিয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় ও যুবাদিয়া মহিলা মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সীতাকুন্ডে সচিবের দায়িত্ব পালন করেন টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন চক্রবর্তি এবং যুবাইদিয়া মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গির আলম।
প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন কিসমত জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশেদা বানু। কে পি স্কলারশিপ পরীক্ষা হল পরিদর্শন করেন শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার সভাপতি মনজুর কাদের চৌ, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, মহিলা সম্পাদিকা জরিনা বেগম, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নারী উদ্যোক্তা রাশেদা আক্তার মুন্নি। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সিকেপি ফাউন্ডেশান এর চেয়ারম্যান গিয়াস উদ্দিন পারভেজ, আহ্বায়ক তৌহিদুল আলম রুবেল, সদস্য সচিব নজরুল ইসলাম বাপ্পী ।