শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Mirsarai Jarmastami rally pic--02....25.08.2016

নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি তথা জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে গতকাল (২৫ আগষ্ট) দুপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গীতা পাঠ, ধর্মীয় ভজন কীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শত শত ভক্তদের অংশগ্রহণে মিঠাছরা মহামায়া মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা মহাসড়কের মীরসরাই বাজার পদক্ষিণ করে মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দিরে শেষ হয়। এ সময় মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মীরসরাই আ.লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক পৌরমেয়র এম শাহজাহান, মীরসরাই পূজা কমিটির সভাপতি উত্তম কুমার শর্মা, জন্মাষ্টমী কমিটির সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, মীরসরাই জগদ্বীশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, মীরসরাই উপজেলা আ.লীগের ত্রান বিষয়ক সম্পাদক সাইফুল¬াহ দিদার, মীরসরাই পৌর আ.লীগ সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মীরসরাই গীতা শিক্ষা কমিটির সভাপতি শিক্ষক প্রিয়তোষ নাথ, পূজা কমিটির সাবেক সভাপতি দিলীপ বণিক, মিঠাছরা বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল¬াহ আলম, সাংবাদিক নীরদ বরণ মন্ডল, অধ্যক্ষ স্বপন সূত্রধর, সঞ্জু চৌধুরী, বাসুদেব ঘরজা, গোপী কুমার দাশ প্রমুখ।
জন্মাষ্টমী উপলক্ষে জোরারগঞ্জে দেওয়ানপুর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে সকাল সাড়ে ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মীরসরাই ও জোরারগঞ্জে মঙ্গল শোভাযাত্রায় পাতাকোট জগন্নাথ ধাম, দুর্গাপুর লোকনাথ সংঘ, দুর্গাপুর সিদ্ধিশ্বরী কালী মন্দির, দুর্গাপুর বাণী অর্চনা পরিষদ, নাহেরপুর নতুন আলো সংসদ, সনাতনী সংঘ, করেরহাট বীনাপাণি সংঘ, শুভপুর কালী সংঘ, অলিনগর গীতা সংঘ, শিব সংঘ, ছত্তরুয়া নবজাগরণ সংঘ, পালপাড়া গীতা সংঘ, আবুতোরাব জগন্নাথ ধাম, গোভনীয়া পূজা কমিটি, মসজিদিয়া পূজা কমিটি, জাফরাবাদ গীতা গৌবিন্দ সংঘ, ছোটকমলদহ লোকনাথ সংঘ, মীরসরাই জগদ্বীশ্বরী কালী বাড়ি, মহামায়ার মন্দির, হাজ্বীশ্বরাই গীতা সংঘ, গোপালপুর জগন্নাথ ধাম, গোপীনাথপুর পূজা মন্দিরসহ বিভিন্ন সনাতনী সংগঠনের শতশত নরনারী অংশগ্রহণ করে।