শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা – (ভিডিও সহ)

মীরসরাই প্রতিনিধি : কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি সুশিক্ষিত মীরসরাই গড়ি এই স্লোগানকে সামনে রেখে মীরসারইয়ে স্বেচ্ছাসেবী সংগঠর প্রজন্ম মীরসরাই” ইংরেজী ও শ্রেণি ব্যবস্থাপনা বিষয়ে দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও রচনা প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত বৃহস্পতিবা স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’ এর উদ্যোগে মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এক দিনের ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধন প্রজন্ম মীরসরাই এর পৃষ্ঠপোষক ও ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এস এম.আবু সুফিয়ান। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।


শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা দুটি ক্লাসে ভাগ করা হয়। সকালে ইংরেজী বিষয়ে কর্মশালা পরিচালনা করেন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলেক এবং বিকেলে শ্রেণি ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম সরকারী টিচার্স টেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির। বিকালে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের সনদপত্র বিতরণ ও প্রজন্ম মীরসরাইয়ের ২৬শে মার্চ উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাজীব চন্দ্র দাস সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য প্রধান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুচ নূরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত (প্যানেল-২) চেয়ারম্যান ইয়ামিন আক্তার কাকলি, উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিন, সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতার ছাত্র-ছাত্রীদের ক্রেস ও সনদ পত্র বিতরন করা হয়।

(ভিডিও)