শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে যুব সমাজের আত্নউপলব্দি, নেতৃত্ববিকাশ ও করনীয় শীর্ষক প্রশিক্ষন

খবরিকা রিপোর্ট ঃ

গত ২৯ ও ৩০ জুন শুক্র ও শনিবার ০২ দিন ব্যাপি ৪০ জন শিক্ষক, ১৭ জন স্বাস্থ্য পরিদর্শক ও ০৭ জন বিভিন্ন পর্যায়ের অফিসারদের নিয়ে যুব সমাজের আতেœাপলব্দি, নেতৃত্ববিকাশ ও করনীয় নির্ধারন শীর্ষক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলার করেরহাট ইউনিয়নের আঙ্গুরেরনেছা উচ্চ বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা অপকা আয়োজিত উক্ত সেমিনারে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী জনাব মোঃ মোর্শেদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শেখ আতাউর রহমান, অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা মুক্তিযোদ্ধা মোক্তার আহমদ প্রমুখ ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে ‘অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এমন এক সমাজ যেখানে, সকল মানুষ তাদের সকল অধিকার সমভাবে ভোগ করার সুযোগ পায়’-এ লক্ষ্য বাস্তবায়নে ইতিবাচক সমাজ পরিবর্তনের অঙ্গীকার এবং উন্নয়ন অংশীদারিত্বের দায়বদ্ধতায় “অপকা ” বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে ২০১৪ সাল থেকে ০১ নং করেরহাট ইউনিয়নের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং কিশোর-কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থানের প্রশিক্ষণ , ভিক্ষুক পুর্নবাসন, আয় বৃদ্ধি সহ প্রতিরোধে সহায়তা, পরিবেশ সচেতনতা সৃষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন, স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করছে।