শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বিদ্যার্থী বৃত্তি পরিক্ষা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি ॥ শুভ মহালয়া উপলক্ষ্যে সনাতনী বিদ্যার্থী সংসদ (সবিস) কর্তৃক আয়োজিত শাস্ত্রীয় বৃত্তি পরীক্ষা মীরসরাই উপজেলা শাখার উদ্দ্যেগে (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যবই) ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ সেপ্টম্বর) মীরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহনে উক্ত বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরিক্ষা শেষে পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক সমাবেশে মীরসরাই সবিস এর গুরুত্বপূর্ণ সদস্য অমিতাব এর সঞ্চালনায় ও আহ্ববায়ক গোপী কুমার দাশ এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সাধারন সম্পাদক উত্তম কুমার শর্মা, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোশাররফ হোসে, মীরসরাই পুজা উদযাপন পরিষদ এর সভাপতি সুভাষ সরকার, মীরসরাই জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ সভাপতি, পরিমল কর্মকার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়নর শিক্ষক জামশেদ আলম, সহকারী সিনিয়র শিক্ষকা নন্দিতা দাশ সহ প্রমুখ। উক্ত বৃত্তি পরিক্ষা ও অভিভাবক সমাবেশের সার্বিক তত্বাবধনে ছিলেন রিপন গোপ পিন্টু,অসিম সেন ও মিশুক দাশ এছাড়াও আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা সনাতন বিদ্যার্থী সংসদ এর সোহাগ দাস, ঝিন্টু গোপ, মিঠুন দাস,উজ্জ্বল চৌধুরী,সুজন নাথ,সাগর দাস,জুয়েল দাশ, জুয়েল শর্মা,রাজীব পাল,নয়ন দাশ,জয় দত্ত,ছোটন মজুমদার,তপু দাশ,দুর্জয় দে,জুয়েল দে,প্রান্ত দে,শিমুল মজুমদার,অনামিকা নাথ, ও রাজেশ দাশ প্রমুখ।