শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাই উপজেলা থেকে এবারের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করলো সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পিতা নামে প্রতিষ্ঠা করা এস. রহমান ট্রাষ্ট।

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার মহাজনহাটস্থ উক্ত ট্রাষ্ট এর অধিনস্থ শিক্ষা প্রতিষ্ঠান মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে মীর আলম মাসুক এর সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ সোহরাব হোসেন এর সঞ্চালনায় উক্ত জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি বলেন আমার বাবার প্রতিষ্ঠা করা এই বিদ্যালয়টি আমার দাদার নাম ফজলুর রহমানের নামে নামকরণ করা। সেই থেকে আজ পর্যন্ত এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে এই প্রতিষ্ঠান। আর এখন থেকে আগামী শত – সহ¯্র বছর উপজেলার মেধাবি শিক্ষার্থীদের পাশে থেকে বৃত্তি প্রদান সহ সকল মানবিক বিষয়ে পাশে থাকবে এই এস. রহমান ট্রাষ্ট। তিনি বলেন ইতিমধ্যে উক্ত ট্রাষ্ট্রের অধিনে পিতৃমাতৃহীন মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দায়িত্ব সহ অনেক মৌলিক কাজ করে আসছে। যা আগামীদিনে সচল রাখার সকল ব্যবস্থা ও করা হয়েছে। তিনি এই শিক্ষাসেবার উদ্যোগকে অব্যাহত রাখতে এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন ট্রাষ্ট সদস্য তাঁর ছোট ভাই আলহাজ্ব মোয়াজ্বেম হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, ধূম ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জাহাঙ্গির, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ।