শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫.৪৫%

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় মীরসরাই উপজেলা এবার সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির জানান মীরসরাইতে এবার ৮৫.৪৫ % পাশ করেছে। যা গত কয়েক বছরের তুলনায় সন্তোষজনক। এবার উপজেলার সেরা ফলাফল অর্জন করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। ১৭৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে ৭৬ জন এ+ সহ শতভাগ শিক্ষার্থী পাস করে উক্ত জেবি উচ্চ বিদ্যালয় উপজেলায় প্রথম হয়েছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ সহ এখানে জিপিএ-৫ অর্জন করেছে ৭ শিক্ষার্থী। আবার ধূমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয় এর ১৮ শিক্ষার্থী এবং মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা ও বড়তাকিয়া জাহেদীয়া দাখিল মাদ্রাসা শতভাগ পাশ করে। জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু সুভাষ সরকার জানান বিগত বছরের তুলনায় এবার উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই ভালো ফলাফল অর্জন করেছে, তাই অভিবাবক ও শিক্ষক সকলেই বেশ আনন্দিত।