শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইতে ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি সেমিনার অনুষ্ঠিত

খবরিকা রিপোর্ট;

‘ভোক্তা অধিকার আইন ২০১৯’ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমলক সেমিনার সোমবার ( ১১ জুন) সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত মীরসরাই উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সেমিনারে অন্তর্ভুক্ত শিশু ও নারী উন্নয়নে যোগাগোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়নও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য বিষয়ে উক্ত ওরিন্টেশন কর্মসূচি সম্পন্ন হয়। উক্ত প্রশিক্ষন সেমিনারে অংশগ্রহন করেন মীরসরাই উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ৪০জন সচেতন নাগরিক।

কর্মশালায় ভোক্তা এবং নারি ও শিশু বিষয়ক বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি কায়সার খসরু, স্বাস্থ্য বিষয়ক বক্তব্য রাখেন স্বাস্থ্য উপ পরিচালক কর্মকতা ডাঃ সৈয়দ নুরুল আবছার ও জেলা তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান, তথ্য ও যোগাযোগ এবং সন্ত্রাস বিরোধী বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা আহমান হাবীব প্রমুখ।