শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিরসরাইয়ে হামলা চালিয়ে ঘর ভাংচুর , আহত অন্তত-১০ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Mirsarai pic, 25.05

Mirsarai pic, 2- 25,05,16

 

নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে ফিল্মিষ্টালে বাড়ীতে প্রবেশ করে বাড়ীর দরজা জানালা ভাংচুর, মহিলাদের পিটিয়ে আহত ও আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে সরে জমিন পরিদর্শনে জানা যায়,  আজ ২৫ মে বিকেল সাড়ে ৩টার সময় মিরসরাই পৌরসদরস্থ ৪নং ওয়ার্ডের গোভনিয়া গ্রামের সোনামিয়া মিজি বাড়ীর জৈনেক নুর ইসলামের ঘরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী এ হামলা চালায়। গৃহকর্তা নুর ইসলাম অভিযোগ করে বলেন, একই বাড়ীর আবুল খায়েরের ছেলে নুর উদ্দিন (২৫), ছালা উদ্দিন (২৩), আলো (২২), সাজ্জাদ (২০), মুন্সির ছেলে বেলাল (৩৫) ও অজ্ঞাত আরো ৮-১০ জন এ হামলা চালায়। তিনি আরো জানান, তাদের ঘরের পশ্চিম পাশের দেয়ালের সাথে আবুল খায়েরদের সীমানা প্রাচীর দেয়া নিয়ে সকাল ১০টার সময় বাক বিতন্ডা হয়। বিকেলের হামলাটি ওই ঘটনার রেশ ধরে করা হয়েছে বলি তিনি দাবী করেন। এ সময় তারা ৫টি জানালার থাই গ্লাস ভাংচুর করে। পরে তারা ঘরে প্রবেশ করে ঘরে থাকা কয়েকটি কক্ষে তল্লাশী করে। পরে আলমিরার চাবির জন্য ঘরে থাকা আনোয়ারের স্ত্রী ফারজানা (২৫), নুর হোসেনের স্ত্রী কামরুজ্জাহান লিপি (২৪),  আবু জাফরের স্ত্রী নুর জাহান (৪৫), আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তার (৩৫) বৃদ্ধা নুর ইসলাম (৭০) ও তার স্ত্রী ছকিনা খাতুন (৬০) কে ধমকিয়ে ও ধাক্কা দিয়ে আহত করে। এসময় তারা আলমিরা ভেঙ্গে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
এ বিষয়ে মিরসরাই পৌর সভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর (প্যানেল মেয়র) শাখের ইসলাম রাজুর বলেন, ঘটনার বিষয়টি উভয় পক্ষ আমাকে মুঠো ফোনে জানয়েছে। আমি যতটুকু জানি তাদের উভয়ের মধ্যে বাড়ীর সীমানা প্রাচীর নিয়ে দন্ধ চলে আসছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। এ বিষয়ে মিরসরাই থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই যষমন্ত মজুমদার বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।