শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফখরুলসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

mirza

রাজধানীর পল্টন থানার নাশকতা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম।

অভিযোগপত্রের অন্যতম আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু, আবদুল আওয়াল মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও শিমুল বিশ্বাস।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালে ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবনের মধ্যবর্তী স্থানে বিএনপির অবরোধের সময় বিআরটিসি বাসে যাত্রী হত্যার উদ্দেশে আসামিরা আগুন দেন।

এ ছাড়া আসামিরা আরো একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এ ঘটনায় বিআরটিসি বাসের চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।