শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি ৫,৩০০ টাকা নির্ধারণ

garments

নিজস্ব প্রতিনিধি

পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি ৫ হাজার ৩শো টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। সংখ্যাগরিষ্ঠদের ভোটে এ প্রস্তাব পাস হওয়ায়, সন্তুষ্টি জানিয়েছে শ্রমিকপক্ষ। তবে শিল্পের সামর্থ্য বিবেচনায়, এটিকে অযোক্তিক উল্লেখ করে তা প্রত্যাখান করেছে, মালিকদের সংগঠন-বিজিএমইএ।মজুরি বোর্ড গঠনের পর পাঁচ মাস পেরুলেও সমঝোতায় পৌছাতে পারছিলেন না মালিক- শ্রমিক, কোনো পক্ষই। তাই ভেতরে যখন মজুরি বোর্ডের সভা চলছিলো তখন বাইরে চলছে বিক্ষোভ।বোর্ডের নবম সভার শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম সাড়ে পাচ হাজার টাকার নতুন প্রস্তাব দেয়া হয়। তবে তা মানেননি মালিকপক্ষ। মালিকপক্ষ থেকে সর্বোচ্চ চার হাজার সাতশ টাকা পর্যন্ত দেয়া সম্ভব হবে বলে সভায় জানানো হয়। শ্রমিক-মালিক মতৈক্য না হওয়ায় পরে পাঁচ হাজার তিনশ টাকার প্রস্তাব দিয়ে তাতে ভোটে দেন চেয়ারম্যান। এতে দুই শ্রমিক প্রতিনিধি, নিরপেক্ষ সদস্য সায় দিলেও আপত্তি জানান মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি কাজী সাইফুদ্দিন আহমেদ। কিন্তু ভোট বেশি থাকায় পরে বোর্ড সবর্সম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়।এতে মূল বেতন তিন হাজার দুইশ টাকা ধরে সাথে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও খাবারের ভর্তুকি যোগ করা হয়েছে। বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

Leave a Reply