শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জোরারগঞ্জ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ

পুলিশ সপ্তাহ উপলক্ষে জোরারগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ জানুয়ারী দুপুরে বারইয়ারহাটস্থ খান সিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে জোরারঞ্জ থানার ওসি তদন্ত মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এবং অফিসার ইনচার্জ ইফতেখার হাসান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা (পিপএিম)। এসময় প্রধান অতিথি থানা এলাকার আইনশৃংখলা বিষয়ে উপস্থিত জন-সাধারণের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি আরো বলেন, এলাকার আইনশৃংখলা সংক্রান্ত বিষয়ে দ্রুততম যেন স্থানীয় থানা প্রশাসনকে জানায়। এছাড়াও পুলিশি সেবা পেতে জরুরী মুহুর্তে ৯৯৯ নাম্বারে ফোন করার জন্য। এতে পুলিশ তাৎক্ষুনিক ব্যবস্থা গ্রহণ করবে। তবে ৯৯৯ নাম্বারে অনেকে যাচাই মুলক ফোন করেন যে, এটা সত্যি কিনা যাচাই করার জন্য। পুলিশ এখন জনগণের বন্ধু। পুলিশ একটি সেবামূলক প্রতিষ্ঠান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৫ জন পেশাধার অপরাধীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে তাদের কর্মসংস্থানের জন্য ৫টি ভ্যানগাড়ী উপহার দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ও ১ থেকে ৮ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্ধ, টাপিক পুলিশের ইন্সপেক্টর জাকির হোসেন। এসময় ৮ ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, স্থানীয় বাজারের ব্যবসায়ী, থানা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।