শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাইয়ে উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০জন কৃষকের মাঝে ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টা উপজেলা চত্ত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উক্ত বীজ ও সার বিতরণে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম সহ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেন, খরিপ-১ ২০১৯-২০ মৌসুমে উফশী আউশধান চাষে প্রণোদনার লক্ষ্যে মীরসরাই উপজেলার ১৫০জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০কেজি ওরিয়া, ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। চলতি বছর উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।