শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আত্মসমর্পন করতে গিয়ে কারাগারে গেলেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব

salah-uddin-selimনিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা বিএনপির বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়ে জেলা দায়রা জজ আদালত। সোমবার (২ জানুয়ারী) দুপুরে বিস্ফোরক দ্রব্য আইন ও গাড়ি ভাংচুরের মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক হেলাল উদ্দিন।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন বলেন, ‘আদালতে আসামীর পক্ষে বিস্ফোরক গাড়ি ভাংচুরের নয়টি মামলায় জামিন চাইলে বিজ্ঞ আদালত ৪টি মামলায় জামিন দিয়ে বাকি ৫টি মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।’
এদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিমের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে সোমবার বিকেলে চট্টগ্রাম নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, নুরুল আফছার, বিএনপি নেতা মোঃ আলা উদ্দিন, মাঈন উদ্দিন, উপজেলা যুবদল নেতা মোঃ জহির উদ্দিন, এসএম হারুন, মোল্লা আফলাতুন, উপজেলা ছাত্রদল নেতা হোসাইন মোঃ ফরহাদ, সরোয়ার হোসেন রুবেল, সাদ্দাম হোসেন, এইচএম খায়ের উদ্দিন মাসুক, তৌহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ মাসুদ, জিয়া উদ্দিন, কাজী ফরহাদ হোসেন প্রমুখ।