শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অপহহৃত শিশু মীরসরাইয়ে পাওয়া গিয়েছে

12794523_776306129167400_164049657585313529_n

 

মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত মহামায়া গ্রামে ১০ বছরের একটি শিশু পাওয়া গিয়েছে। শিশুটির নাম তানভীর (১০)। তানভীর বলে, গত চার দিন আগে আমি বিদ্যালয় থেকে ফেরার পথে আমাকে কয়েকজন লোক একটি মাইক্রোবাসে তুলে নেয় এবং সাথে সাথে আমার হাত-পা ও মুখ বেধে দেয়। মাইক্রোতে আরো দুই শিশু হাত বাধা অবস্থায় ছিলো। আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাত ও পা খোলা, আর মাইক্রোবাসের দরজা খোলা। তারপর আমি মাইক্রো বাস থেকে লাফিয়ে দৌড় দিয়ে পালিয়ে আসি।
মহামায়া লেকের নৌকা চালক আলমগীর হোসেন বলেন, আমার মা বিলে ডাল তুলার সময় এই শিশুটিকে দৌড়াতে দেখে। তারপর শিশুটিকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে কেন দৌড়াচ্ছে। এবং সে বিস্তারিত বলে। গত চারদিন শিশুটি আমাদের বাড়িতে রয়েছে।
শিশু তানভীরের কাছে তার ঠিকানা জানতে চাইলে শুধু এটাই বলে, গ্রামের নাম মধুয়ালা। তানভীর মধুয়ালা গ্রামের আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র। অনেক ক্ষন ভাবনা চিন্তা করার পর মাইনুদ্দিন বাজারের কথা বলেছে। শিশুটির বাড়ি মাঈনুদ্দিন বাজারের কাছেই।
কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি যদি শিশুটিকে চিনতে পারেন তাহলে নি¤œ ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুগ্রহ করা হল:
মো: আলমগীর হোসেন
গ্রাম: মহামায়া, ডাকঘর: দুর্গাপুর, থানা: মীরসরাই জেলা: চট্টগ্রাম। মোবাইল ০১৮৫১৩৩৩৭৪৩