শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, নিহত ৪

ima9
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ-শিবিরের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের চারজন মারা গেছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে। তবে নিহত চারজনের পুলিশ দাবি করছে একজন মারা গেছে, আর শিবিরের দাবি দুই পক্ষের এ সংঘর্ষে তিনজন মারা গেছে। রবিবার দুপুর থেকে শিবিরনিয়ন্ত্রিত শাহ আমানত হলের সামনে ছাত্রলীগকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হলের বাইরে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পাশের পাহাড় দিয়ে তারা হলের ভেতর ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। হলের ভেতর চলা সংঘর্ষে গুলি ও হাত বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুলিশ হলের বাইরে অবস্থান নিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে সিলেটে চবি ছাত্রলীগের দপ্তর সম্পাদকের ওপর শিবিরকর্মীদের হামলার প্রতিবাদে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদ হয়ে আমানত হলের সামনে পৌঁছালে শাহ আমানত হলের ভেতর থেকে গুলি ছুঁড়ে শিবিরকর্মীরা। এ সময় ছাত্রলীগকর্মীরাও গুলি ছুড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ার গ্যাসের শেল ছুড়ে। দুই পক্ষের এ সংঘর্ষে তিনজনের লাশ দেখতে পাওয়া গেছে।

Leave a Reply