শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অভিযাত্রা সফল করতে খালেদা জিয়ার আহ্বান

khaleda zia

 

সবধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে রোববারের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা গণতন্ত্রের অভিযাত্রা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান।ভিডিও বার্তায় খালেদা জিয়া ১৮ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। ওইদন আমি যদি উপস্থিত হতে নাও পারি তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন।‘গণতন্ত্র রক্ষার’ এই কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার আহ্বান বিরোধী দলীয় নেতা।
শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় রোববার নয়াপল্টনে ১৮ দলকে গণজমায়েতের অনুমতি দেয়া হবে না।গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করেন। এজন্য ২৯ ডিসেম্বর রোববার দেশের সব সক্ষম নাগরিককে পতাকা হাতে ঢাকায় আসার আহ্বান জানান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজমায়েতের ঘোষণা দেয়ার পর খালেদা জিয়ার বাসা ও গুলশান কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত দুদিনে কার্যালয়ের সামনে থেকে কয়েকজন বিএনপি নেতাকে আটক করা হয়েছে। পুলিশ বিএনপি বা ১৮ দলের কোন নেতাকর্মীকে খালেদা জিয়ার বাসা বা কার্যালয়ের কাছে ঘেষতে দিচ্ছে না। বার্তা সংস্থা এপি জানায়, কার্যত একরকম গৃহবন্দী হয়ে পড়েছেন খালেদা জিয়া।

Leave a Reply