
হেফাজতের সমাবেশ স্থগিত
নিজস্ব প্রতিনিধি
অনুমতি না পাওয়ার কারনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশের অনুমতি চেয়ে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে ছিল হেফাজতে ইসলাম। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় অনুমতি দেওয়া হবে না। নিষেধাজ্ঞা ভঙ্গ করে সমাবেশ করলে সহিংসতার আশঙ্কা রয়েছে- এ কারণেই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান হেফাজতের যুগ্ম-মহাসচিব ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান। তিনি সমকালকে জানান, বুধবার রাতে হেফাজতের আমির শাহ আহমদ শফী সমাবেশ স্থগিত করতে নির্দেশ দেন। তার নির্দেশেই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।...