
বারইয়াহাটে দিন দুপুরে স্বর্নের দোকানে পঞ্চাশ লক্ষ টাকার স্বর্ন চুরি
খবরিকা ২৪ ডেক্স ঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারস্থ মদিনা জুয়েলার্স নামক স্বর্নের দোকানে দিন দুপুরে অভিনব কায়দায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকের বর্ননা মতে জানা যায়, গতকাল শুক্রবার (৬ ই ডিসেম্বর) দুপুর একটার সময় বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলিতে অবস্থিত মদিনা জুয়েলার্সের দোকানের মালিক রফিকুল ইসলাম (৫০), দোকানের কর্মচারী জিয়াউল হক (২৮), দাউদ (২৫), দোকানের ষাটারে তালা লাগিয়ে পার্শ্বভর্তি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে যায়। এসময় দোকানের দায়িত্বে অন্য কর্মচারী বিজয় (২৮) কে রেখে যায়। নামাজ শেষ করে দোকানের কর্মচারী জিয়াউল হক ষাটারের তালা খুলতে গেলে দেখে কে, বা কারা তালা লাগানো অবস্থায় প্রথম ষাটারের নীচের অংশে কোন কিছু দিয়ে বাঁকা করে রেখেছে। এই অবস্থা দেখে দোকানের মালিক রফিকুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি সহ তালা খুলে দেখেন দোকানের পশ্চিম তাকের দক্ষিন দিক থেকে সাজ...