সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বিকেলে

5545_kh
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন। দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, আগামীকাল বুধবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে। চেয়ারপারসন একতরফা নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে বক্তব্য দেবেন। বুধবার বিকাল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল রাতে প্রায় দুই মাস পর খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, খুব অল্প কয়েক দিনের মধ্যে খালেদা জিয়া সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একজন শীর্ষ নেতা বলেন, মনে হয় না কর্মসূচি ঘোষণা করবেন। তবে তিনি (খালেদা জিয়া) চাইলে করতেও পারেন। তিনি বলেন, মূলত সম্মেলনে সদ্যসমাপ্ত একতরফা ভোটারবিহীন নির্বাচন প্রসঙ্গে কথা বলা হতে পারে। এ ক্ষেত্রে দেশবাসী ও বিশ্ব সম্প্রদায়ের কাছে জোটের অবস্থান তুলে ধরার পাশাপাশি সংঘাত এড়িয়ে সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানানো হবে।জোটের এই নেতা আরো বলেন, সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা না হলেও দশম সংসদের প্রথম অধিবেশনের দিন ২৯ জানুয়ারি হরতালের ব্যাপারে জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন
উৎস- কালেরকন্ঠ

Leave a Reply