সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আফিল-মনিরুলকে কারণ দর্শাতে ইসির নোটিশ

lead

ভোটগ্রহণের আগে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দেয়ার অভিযোগে আরপিও- ৯১(ই) ধারা অনুযায়ী  কেন শেখ আফিল উদ্দিন এবং মনিরুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় দু’দফা বৈঠক শেষে কমিশন ত্যাগকালে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক এ তথ্য জানান। অন্যদিকে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, বুধবারই যশোর থেকে দুই নিবাচিত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। কমিশন সূত্র জানায়, ৫ই জানুয়ারি ভোটের আগে বিকর্কিত বক্তব্য দিয়ে কমিশনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন শেখ আফিল উদ্দিন। নির্বাচন কমিশন ইলেকটোরাল ইনক্যুয়ারি কমিটিকে বিষয়টি তদন্ত করতে বলে। ওই কমিটি দুই প্রার্থীর বক্তব্যের সিডি ও অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করে কমিশনে পাঠায়। এরপর কমিশন ইলেকটোরাল ইনক্যুয়ারি কমিটিকে আইনানুরাগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। যশোর-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি আফিল উদ্দিন ভোটগ্রহণের আগে পাশ্ববর্তী আসনে মনিরুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। ভোট দেওয়ার জন্য কেন্দ্রে লোক থাকবে। ১০০জন কর্মী লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ভোট দেবে। তার এ বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। এর সিডিও বাজারে বিক্রি হয়।

Leave a Reply