রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জোৎস্না রাত : রিপন গোপ পিন্টু

জোৎস্না রাত
আকাশটাও অনেক সুন্দর লাগছে,
প্রকৃতি যেন কেমন নিশ্চুপ হয়ে আছে
এই মনটা আজ হঠাৎ তোমাকে ভেবে চলছে।

সবকিছু যেন আজ
তুমি হীনতায় ভুগছে,
সমস্ত অনুভূতিগুলো যেন
বিষাদে গ্রাস করে নিয়েছে।

তোমাকে অনেক অনুভূতির কথা
বলতে চেয়েও বলা হয়নি,
পূর্ণিমার চাঁদের কথাও
তোমাকে আমার বলা হয়নি।

কত রাত তোমাকে চাঁদ ভেবে
গায়ে জোৎস্না মেখেছি,
তোমাকে নিয়ে চাঁদের বুড়ির সাথে
কত যে গল্প করেছি।

বুড়ি বলেছিলো তুমি আসবে,
কিন্তু তুমি আসোনি,
জানিনা তুমি কোথায় আলো ছড়াচ্ছিলে।

তোমাকে বলা হয়নি পকেটের কোনে
পড়ে থাকা চিরকুটের কথা,
কতকাল তোমাকে দেয়ার অপেক্ষায় থেকেছি
কখনো দেয়ার সাহস হয়নি।

তোমাকে বলা হয়নি শুকিয়ে মরে যাওয়া
বেলী ফুলের কথা,
অভিমানে বেলি ফুলের মরন হয়েছিলো।
তুমি মরে যাওয়া সেই ফুলের খোঁজ করোনি।

তোমাকে বলা হয়নি
এক প্রেমিকের কথা,
যার প্রতিটি লোমকুপে তুমি’র বিচরন
যার হৃদয় চালিকাশক্তি তুমিতে।

জানি তুমি’রা থাকে না,চলে যায়
রেখে যায় পুড়ে ছারখার হওয়া কিছু স্মৃতি।