সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নীলিমা শামীম এর দুটি কবিতা : দূর আকাশের পানে / রোজা

 

দূর আকাশের পানে

……..

মন তোর কথা আজ
পড়ছে খুবই মনে,
যতন করে যাকে রেখেছি
এই হৃদয়ের কোণে।

যৌবনের সেই বন্ধুকে
কখনও ভুলিনি আমি,
কত ভালবাসি তাকে
জানে অন্তর্যামি!

আমরা একসাথে তখন
করতাম খেলা কত শত
খেলাচ্ছলে একটু-আধটু
ঝগড়াও হত কত।

বিয়ের পরে সেইসব দিন
কবেই হারিয়ে গেছে-
স্মৃতির পাতায় আজও তা
সযতনে লেখা আছে।

মনের ভিতর তোকে আমি
একাকী খুঁজে বেড়াই,
ভয় হয় আবার যদি
বেঘোরে তোরে হারাই।

তোর কি মনে পড়ে
স্বপ্নময় সেইসব দিন?
তুই আমার মনের মাঝে
আজও আছিস অমলিন।

চলে যাবার সময় যখন
দেখা করতে এলি এইখানে
বলে ছিলি কবিতার কথা
রেখেছিস আমার যতনে।

দেখবি আজ হতে রাখি কত
আমার ডাইরীর পাতা খুলে
তুই আমারে বলেছিলে
যেওনা আমায় ভুলে।

হাজার বছর পার হলেও
কিভাবে তোকে ভুলি?
তোর কত ছবি এঁকেছে
আমার স্বপ্নের রংতুলি।

বহুদুরে চলে গেলেও
যেখানেই থাকি আমি,
ছায়া হয়ে আমার সাথে
সেখানেই আছ তুমি।

হয়ত একদিন আবার
আমাদের দেখা হবে,
আমি চাইনা তুমি থাকো
আমার এই হৃদয় ভবে।।


——-
রোজা

——-

নিস্ব মনে ভাবছি
অবাক হয়ে
বিশ্ব আজি হৈতই বিরল
আল্লাহর পানে চেয়ে।
রোজা মুখে জায়নামাজে
দুটি হাত বাড়িয়ে
আল্লাহর কাছে পানাহ মাগে
পরিবার দাঁড়িয়ে।
মক্কা- হেরেম-মসজিদ-তারাবিহ
সকলের হয়েছে মানা
কুপথের পথিক হয়েছিল সবে
আমাদের আছে জানা।
করোনা ক্রান্তিলগ্নে ভীতুমনে
ভাবছো হলে শেষ —
নেমে যাবে সবে কুকর্মে প্রতিত
করে দিবে তবে নিশ্বেশ।
আজি হতে পণ করো রবে
এমন ভুল আর নয়
তোমারি পথে এসেছি যবে
এবাদতে করবো জয়।
বেলাল্লাপনা রবেনা মনে আর
স্মরিয়া খোদার নাম
ইজ্জত দাও’হে,পরওয়ারদেগার
নিজেকে সোপর্দ করিলাম।