শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশের সাড়াজাগানো মহিলা কবি ও লেখিকা মনিরা জেসি সাথে জাতীয় কবিতা মঞ্চের সৌজন্য সাক্ষাৎ

 

মোহাম্মদ মনির উদ্দিন মান্না আরব আমিরাত প্রতিনিধি:- সাহিত্য হৃদয়ের প্রতিধ্বনি। সভ্যতা নির্মাতা। কবি-সাহিত্যিকরা শব্দের দৃষ্টিনন্দন পোশাকে উপস্থাপন করেন স্বপ্ন, আশা, প্রেম ও ভালোবাসা। ছন্দের রঙে রাঙিয়ে এগিয়ে দেন শিল্প ও সংস্কৃতি। সমাজ ও রাষ্ট্র। এক কথায় সাহিত্যের কাঁধে ভর করেই অক্ষুণ থাকে শিল্প ও সংস্কৃতি। মানুষ ও সমাজ। যখন আবির্ভাব ঘটে তখন বাংলা সাহিত্য তার স্বর্ণশিখরে অবস্থান করছে।বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিরা সমাজে আধিপত্য বিস্তার করে আছে। সে সময়ে যেসব কবি সাড়া জাগিয়েছিলেন তাদের অন্যতম কবি,লেখিকা, সাহিত্যিক,সাংবাদিক মনিরা জেসি।বর্তমানে তিনি বাংলাদেশের একজন সাড়া জাগানো মহিলা কবি তিনি ।গতকাল বাংলাদেশ থেকে আগত বাংলা সাহিত্যের অন্যতম কবি, লেখিকা, সাংবাদিকা, কণ্ঠশিল্পী ও Bangladesh Human Rights Commission-BHRC এর Life member, women special representative(overseas) মনিরা জেসি জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার সন্ধ্যায় আবুধাবিস্থ স্থানীয় একটি হোটেল এক সাক্ষাৎঅনুষ্টিত হয়। এই সময় উপস্হিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত এর সভাপতি বরেণ্য কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভুঁইয়া, সিনিয়র সহসভাপতি কবি মোহাম্মদ আলী মীর্জা, কবি ফাহিম, বিশিষ্ট ব্যবসায়ী নুর ই এলাহি, ইঞ্জিনিয়ার সোহেল,এতে আরো টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ গ্রহণ করেন জাতীয় কবিতা মঞ্চ ,আরব আমিরাত এর সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না সহ প্রমুখ। কবি মনিরা জেসি জাতীয় কবিতা মঞ্চের সকল কবি লেখক সাহিত্যিক পৃষ্ঠপোষক শুভানুধ্যায়ী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন। প্রবাসের ব্যস্থতম সময়ের মাঝে ও প্রবাসী সাহিত্যিকদের সাহিত্য সাধনা প্রশংসনীয় মানবাধিকার সংরক্ষণে কবি সম্প্রদায়ের ব্যাপক কাব্য রচনা প্রচার প্ররোচনার সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। এবং কমিশনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান উল্লেখ করেন। এই সময় জাতীয় কবিতা মঞ্চের প্রকাশনা লাল সবুজের পতাকা ও হৃদয়ে বাংলাদেশ দুটি গ্রন্থ প্রদান্ করা হয়।