রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সিইসির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা

cec_53767

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়ার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদের বাড়িতে দুর্বৃত্তরা দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত থেকে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করেছে পুলিশ।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত বোমার আলামত ও সাদা কাঁচের বোতলে থাকা তাজা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের সনাক্ত ও ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Reply